হামিদ রনি : পহেলা বৈশাখে মেলা শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন কন্ঠশিল্পী পিংকি। সম্প্রতি রাজধানীর কয়েকটি মনোরম লোকেশনে গানটির বিগ বাজেটের একটি মিউজিক ভিডিও নির্মান করা হয়। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আভরাল সাহির।
ধারাবাহিকভাবে বেশ কিছু ভালো গানের মাধ্যমে এ বছর আলোচনায় ছিলেন সঙ্গীত পরিচালক আভরাল সাহির। এবার তিনি আবাও কন্ঠশিল্পী পিংকির মেলা শিরোনামের গানটির মাধ্যমে নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছেন দর্শক শ্রোতাদের মাঝে। ভিডিওটি পরিচালনা করেন সৈকত রেজা। পহেলা বৈশাখে সিডি চয়েসের ব্যানারে ভিডিওটি মুক্তি পাবে।
এ ব্যাপারে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, পিংকির গায়কী অসাধারণ। মেলা গানটির মাধ্যমে সে খুব তারাতারি দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। কন্ঠশিল্পী পিংকি বলেন, আমি এই গানটি নিয়ে খুব আশাবাদী, মেলা গানটি হিট করার মতো একটি গান।
আশাকরি আপনাদের ও ভালো লাগবে। সঙ্গীত পরিচালক আভরাল সাহির বলেন, পিংকির জন্য গানটি আমি অনেক যত্ন এবং সময় নিয়ে করেছি। আমার বিশ্বাস অডিও এবং বিগ বাজেটের ভিডিও সহ মেলা গানটি এ বছরের সেরা গান গুলোর প্রথম সারিতেই থাকবে।