বিনোদন প্রতিবেদক: গলে গেছে অভিমানের বরফ। স্ত্রী হিসেবে অপু বিশ্বাসকে মেনে নিচ্ছেন শাকিব খান। এই খবর গণমাধ্যমে দিয়েছেন শাকিব নিজেই। খবরটি শুনেছেন অপু নিজেও।
জানালেন, ‘আমিও শুনেছি। তবে শাকিব আমাকে কিছু জানায়নি। আমি ওর ফোনের অপেক্ষায় আছি।’
প্রসঙ্গত, ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে নতুন জুটি হিসেবে শাকিব-অপুর অভিষেক হয়। এরপর ৭০ টির বেশি ছবিতে জুটি বেঁধে তারা অভিনয় করেন। এরমধ্যেই দুজনেই জড়িয়ে পড়েন প্রেমে। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব-অপু। তাদের বিয়ের কাজী এসেছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে। লুকিয়ে দাম্পত্য জীবনের ৮ বছরের মাথায় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব-অপুর এক পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম আব্রাহাম খান জয়।
দীর্ঘ নয় বছর আড়ালে ছিলো এই বিয়ের খবর। অবশেষে গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে গিয়ে শাকিবের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এসময় তার কোলে দেখা যায় একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে।