নিউজ ডেস্ক।। কুমিল্লার হত্যা ও নাশকতার মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
রাষ্ট্রপক্ষের অাবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার অাপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ স্থগিতাদেশ দেন। সেইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য অাগামী বৃহস্পতিবার অাপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে মামলাটি।
এর অাগে গতকাল হাইকোর্ট এ দুই মামলায় খালেদা জিয়াকে ছয়মাসের জামিন দেন। পরে গতকালই ওই জামিন স্থগিত চেয়ে অাবেদন করে রাষ্ট্রপক্ষ।