আদালতের রায় অনুসারে এখন থেকে স্বামীর বেতন জানতে পারবেন স্ত্রী। ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট রায়ে বলেছেন স্বামীর বেতন জানার অধিকার আছে স্ত্রীর।
মামলার বিবরণ থেকে জানা যায়, পবন জৈনের স্ত্রী সুনীতা জৈন আলাদা থাকেন। তিনি ভরণপোষণ ভাতা বাবদ স্বামীর কাছ থেকে ৭ হাজার রুপি করে পেয়ে আসছিলেন। কিন্তু স্বামীর বেতন মাসে দুই লাখ রুপির বেশি এমন সন্দেহে সুনীতা তার স্বামীর সঠিক বেতন জানতে চান। আর তেমনটা হলে তিনি ভরণপোষণ বাবদ তার কাছ থেকে আরও বেশি অর্থ পাবেন।
এই প্রেক্ষাপটে সুনীতা তার স্বামীর বেতনের রসিদ চেয়ে জেলা আদালতে আবেদন করেন। নিম্ন আদালতে তার আবেদন নাকচ হয়। এরপর সুনীতা তথ্য অধিকার আইনের অধীনে তার স্বামীর কর্মস্থল থেকে বেতনের তথ্য জানার চেষ্টা করেন। কিন্তু জানতে ব্যর্থ হন তিনি।
পরে সুনীতার করা আপিলের শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বলেছেন, সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে হাইকোর্টের একক বেঞ্চ আদেশ দিয়েছেন। কিন্তু সুনীতার মামলাটি ভিন্ন। এই মামলার বাদী বিবাদীর স্ত্রী। তিনি তার স্বামীর সঠিক বেতন জানতে চেয়েছেন। এই অধিকার স্ত্রীর আছে।